শাকিব খানের নতুন ছবি ‘শাহেনশাহ’। এতে এই প্রথম শাকিবের সঙ্গে জুটি বেধে কাজ করবেন নুসরাত ফারিয়া। আছেন নতুন আরো এক নায়িকা। কে হতে যাচ্ছে শাকিবের নতুন নায়িকা। এ নিয়ে জল্পনা গতকাল পর্যন্ত। অবশেষে উত্তর মিলল গতকাল ছবির মহরতে।
মহরতেই ঘোষণা এল শাকিবের নতুন নায়িকার নাম। নবগতা এই নায়িকার নাম রোদেলা জান্নাত। কে এই রোদেলা জান্নাত?
রোদেলা জান্নাত।
টুকটাক মডেলিং করছেন রোদেলা। তিনি মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে পিএইচডি করছেন। এছাড়া রোদেলা জান্নাত একটি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবে কিছুদিন কাজও করেছেন। পরিচালক রনির দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুও এই রোদেলা জান্নাত।
জানা যায়, এ সপ্তাহে শাকিবের সঙ্গে একটি ফটোশুটেও অংশ নিয়েছেন এই রোদেলা। ঈদুল আযহার আগেই পরিচালক ও প্রযোজক তাকে চূড়ান্ত করেন।
‘শাহেনশাহ’র মহরতে শিল্পীরা। ডানদিক থেকে দ্বিতীয় আসনে বসে আছেন রোদেলা।
এদিকে, শাকিবের বিপরীতে প্রথমে তানজিন তিশার অভিনয়ের কথা ছিল। কিন্তু তিশাকে কোন কারণে বাদ দেয়া হয়। এরপর নতুন মুখ রোদেলাকে চূড়ান্ত করা হয়।
‘শাহেনশাহ’ ছবির দুই গানের শুটিং ঈদুল আজহার আগে থাইল্যান্ডে চিত্রায়িত হয়েছে। গতকাল মহরত শেষে আগামী সপ্তাহে শুরু হবে ছবির মূল অংশের শুটিং। কক্সবাজার ও ভারতের রামোজি ফিল্ম সিটিতে ‘শাহেনশাহ’ র ছবির শুটিং হওয়ার কথা রয়েছে।
শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘শাহেনশাহ’ আগামী বিজয় দিবসে মুক্তির লক্ষ্যে নির্মিত হতে যাচ্ছে।