বিনোদন আর্টিকেল: দীর্ঘদিন ধরেই তাদের বিয়ের গুজবে মশগুল বলিউড। তবে এবার এলো পাকা খবর- নভেম্বরের ২০ তারিখেই নাকি গাঁটছড়া বেঁধে ফেলবেন তারা। কিন্তু রণবীর সিং আর দীপিকা পাড়ুকোণের বিয়েতে যারা সামিল হবেন, তাদেরকে মানতে হবে একটা কড়া নিয়ম। আর তা হলো- বিয়েতে আনা যাবে না কোনো মোবাইল ফোন!
ধারণা করা হচ্ছে ইতালির লেক কোমোতে বসবে এই বলিউডি জুটির বিয়ের আসর। নিজেদের সম্পর্ক নিয়ে গণমাধ্যমের সামনে যেমন মুখ খোলেন না এই জুটি- বিয়ের বিষয়েও মানছেন একই সতর্কতা। আর সেকারণেই এমন অদ্ভুত শর্ত জুড়ে দেয়া!
বিয়ের পর অনুষ্ঠানের ছবি প্রকাশ করবেন তারা। কিন্তু পাপারাজ্জিরা যাতে কোনোমতে সেসব ছবি না পায়, সেজন্যই এমন কড়াকড়ি।
বিরাট-অনুশকার পর বলতে গেলে বিয়ের হিড়িক পড়ে যায় বলিউডে। সোনম কাপুর-আনন্দ আহুজা, নেহা ধুপিয়া-অঙ্গদ বেদির চুপচাপ বিয়ে হয়ে গেছে। শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা চোপড়াও তার ভিনদেশী প্রেমিক নিক জোনাসের সঙ্গে বিয়ের কাজটা সেরে ফেলবেন শিগগিরই।