খেলাধুলা: লর্ডস টেস্টে ইংল্যান্ডের সামনে পাত্তাই পায়নি ভারত। সিরিজের দ্বিতীয় এই টেস্টে ইনিংস ও ১৫৯ রানে হারের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলছেন, হারার মতোই খেলেছে তার দল।
প্রথম ইনিংসে ১০৭ ও দ্বিতীয় ইনিংসে ১৩০- স্কোরই বলছে ইংলিশ বোলারদের সামনে কতটা অসহায় ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। নিজেদের ভুলগুলো তাই লুকোচ্ছেন না অধিনায়ক কোহলি।
গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোহলি বলেছেন, ‘এরকম ম্যাচে ভুল লুকানোর কোনো জায়গা নেই। এই হারটা আমাদের প্রাপ্যই ছিল। আমরা যেভাবে খেলেছি, তাতে আমি মোটেও গর্বিত হতে পারি না। শেষ পাঁচ টেস্টে এই প্রথম এভাবে হারলাম।’
তাহলে কি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা? অধিনায়ক বললেন, ‘কন্ডিশনকে দোষ দেওয়ার কোনো প্রশ্নই নেই। পিচ বোলারদের সহায়তা করলেও সঠিক জায়গায় বলটা ফেলতে হয়। ওদের বোলারদের বিরুদ্ধে প্রত্যেকটি রান করার জন্য আমাদের কষ্ট করতে হয়েছে।’
কোহলি দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় পিঠে ব্যথা পেয়েছিলেন, ব্যথা নিয়েই ব্যাটিং চালিয়ে গেছেন। তবে তৃতীয় টেস্টের আগে সুস্থভাবে ফেরার ব্যাপারে আশাবাদী টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা ব্যাটসম্যান, ‘ব্যথা এখনো আছে ঠিকই। কিন্তু তৃতীয় টেস্টের আগে পাঁচ দিন সময় পাচ্ছি। আশা করছি, এর মধ্যে সেরে উঠব।’
পাঁচ ম্যাচ সিরিজে ভারত এখন পিছিয়ে ২-০ তে। ইংলিশ অধিনায়ক জো রুট বলেছেন, তারা ভারতকে ৫-০ তে হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছেন। তবে কোহলি জানিয়েছেন, তৃতীয় টেস্টে তারা ব্যবধানটা ২-১-এ নামিয়ে আনতে চান।
আগামী শনিবার ট্রেন্ট ব্রিজে শুরু হবে তৃতীয় টেস্ট।