আর্টিকেল: রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হওয়ার একদিন পর নিজের পদত্যাগের দাবির মুখে নৌমন্ত্রী শাজাহান খান জানালেন ‘দোষী প্রমাণিত হলে জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে।’
রোববারের দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকেই নৌমন্ত্রীর পদত্যাগ দাবি করে প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা। সোমবার (৩০ জুলাই) সকাল থেকে মিরপুর এবং বিমানবন্দর সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করবেন কিনা, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, ‘আমি ছাত্র বন্ধুদের বলতে চাই, পদত্যাগ করলেই কী এই সমস্যা সমাধান হবে? আমি পদত্যাগ করলেই যদি সমস্যার সমাধান হয়, দুর্ঘটনা কমে, তাহলে কোনো অসুবিধা নেই।’
তিনি বলেন, ‘বাংলাদেশে দুর্ঘটনা কমানোর জন্য যত কার্যক্রম বিভিন্ন সরকারের সময়ে আমার নেতৃত্বে করতে পেরেছি, প্রত্যেকটি সরকারের সময়ে দুর্ঘটনা হ্রাস পেয়েছে।’
সোমবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
দুর্ঘটনা ঘটানো জাবালে নূর পরিবহনের মালিক নৌমন্ত্রীর শ্যালক- প্রকাশিত এমন সংবাদের বিষয়ে জানতে চাইলে শাজাহান খান বলেন, ‘এমন কিছু আমার জানা নেই।’
তিনি আরও বলেন, ‘আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে জাবালে নূরের চালকরা দোষী। তদন্তে এটা প্রমাণ হলে জাবালে নূরের রুট পারমিট বাতিল করা হবে।’
শাজাহান খান পরিবহন শ্রমিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও শাজাহান খানকে প্রায়ই পরিবহন শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে স্বোচ্ছার দেখা যায়।
রোববার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১১-১৫ জন শিক্ষার্থী।