খেলাধুলা: সর্বশেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করেছিল সানরাইজার্স হায়দরাবাদ।
এর মধ্যে আর কোনো ম্যাচ খেলেনি সাকিব আল হাসানের দল সানরাইজার্স। তাই শীর্ষস্থান হারিয়েছিল তারা। বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসকে হারাল সাকিবেরই পুরনো দল কলকাতা নাইট রাইডার্স। তাতে আবারও শীর্ষে ফিরল সানরাইজার্স।
বৃহস্পতিবার ১৭৮ রানের লক্ষ্য ছুঁড়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। জবাবে ১৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় নাইট রাইডার্স।
এই ম্যাচের আগে চেন্নাই ছিল সবার উপরে, সানরাইজার্স দ্বিতীয় স্থানে। মজার ব্যাপার হলো, সাকিবরা তাদের সর্বশেষ ম্যাচে জয় তুলে নিয়ে চেন্নাইকেই পেছনে ফেলে শীর্ষে জায়গা করেছিল। এখন ধোনিদের চেয়েও এক ম্যাচ কম খেলে (৮ ম্যাচে ৬ জয়, ২ হার) শীর্ষে আছেন সাকিব-কেন উইলিয়ামসরা।
বাংলাদেশি বাঁহাতি অলরাউন্ডার সাকিবের দল যখন উড়ছে, তখন ক্রমশ পেছনেই যাচ্ছে আরেক বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স।
সাকিবদের সমান ৮ ম্যাচ খেলে তারা কেবল দুটি ম্যাচে জয় পেয়েছে। ৮ দলের আইপিএলে মুম্বাইয়ের অবস্থান ৮ নম্বরে। শীর্ষ চারে সানরাইজার্স-চেন্নাই ছাড়াও আছে কলকাতা নাইট রাইডার্স (তৃতীয়) ও কিংস ইলেভেন পাঞ্জাব (চতুর্থ)।