বিনোদন আর্টিকেল: ছোট পর্দার জনপ্রিয় ও গুণী অভিনেত্রী দীপা খন্দকার। এর আগেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। চরিত্র পছন্দ না হওয়ায় ফিরিয়ে দিয়েছেন প্রতিবার। অপেক্ষা করছিলেন ভালো কিছুর জন্য। এবার অপেক্ষার পালা শেষ হলো।
যৌথ প্রযোজনার ছবি জয়দেব মুখার্জির ‘ভাইজান এলো রে’তে দেখা যাবে এই দীপা খন্দকারকে। ছবিতে দীপার ভাইজান শাকিব খান।
দীপা বলেন, ‘আমি গল্প শুনেছি। ছবিতে মোট তিনটি নারী চরিত্র, অন্য দুটি করবেন পশ্চিমবঙ্গের শ্রাবন্তী চ্যাটার্জি ও পায়েল সরকার। আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। আমার দৃষ্টিকোণ থেকেই ছবির নামকরণ করা হয়েছে।
দীপার বিপরীতে অভিনয় করবেন শান্তিলাল মুখোপাধ্যায়। ৩ মার্চ ভারতে ছবির শুটিং শুরু হবে। এখন থেকেই শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন দীপা। ছবিতে দীপা খন্দকারের স্বামী অভিনেতা শাহেদ আলীও অভিনয় করবেন।