আর্টিকেল: মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে ১৪ টি বিষয়ে শিক্ষক নিয়োগ দেয়া হবে। গত ৯ ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি মাধ্যমিক শাখার ইংরেজি ভার্সনে শিক্ষক নেবে।
নারী এবং পুরুষ সকল প্রার্থীই আবেদন করতে পারবেন। এছাড়া ও অফিস সহকারী পদে একজনকে নেয়া হবে। আইডিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকতার সুযোগ যেসব বিষয়ে শিক্ষক নেওয়া হবেঃ
বাংলা, ইংরেজি, গণিত, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান, চারুকারু (পুরুষ), গার্হস্থ্য বিজ্ঞান (মহিলা), আইসিটি, কৃষিশিক্ষা, শরীরচর্চা বিষয়গুলোতে শিক্ষক নেয়া হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
চাকরিরত প্রার্থীদের অবশ্যই স্ব-স্ব কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ইংরেজি ভাষায় কথা বলার অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষক পদে আবেদনকারীকে অফেরতযোগ্য এক হাজার টাকার ও অফিস সহকারী পদে পাঁচশ টাকার ব্যাংক ড্রাফট অধ্যক্ষ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা-১০০০ বরাবরে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
আবেদনপত্রের সাথে সদ্যতোলা পাসপোর্ট সাইজের ১ কপি ছবি (রঙ্গিন) ও সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। লিখিত পরীক্ষার দিন কৃতকার্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় জানানো হবে।
মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি দেখাতে হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখ পর্যন্ত।