বিনোদনঃ স্বামী নাগা চৈতন্য আক্কিনেনিকে নিয়ে ছুটি কাটাচ্ছেন দক্ষিণী সেনসেশন সামান্থা আক্কিনেনি। দারুণ এই সময়ের কয়েকটি ছবি তিনি পোস্ট করেছেন নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। আর তাতেই উঠেছে বিতর্ক। কেননা, সেই ছবিগুলোতে নায়িকাকে দেখা গেছে বিকিনি-পরিহিত অবস্থায়।
এখন যেখানে ছুটি কাটাচ্ছেন, এরপর অন্য কোথায় যাবেন সে প্রসঙ্গের আলোচনা করতে গিয়ে এই দক্ষিণী তাঁর সামাজিক যোগাযোগের মাধ্যমে লেখেন, এটা আমার চাওয়া নয়, এটা প্রয়োজন ছিল। #ক্লান্ত….#ক্লান্ত….#ক্লান্ত….#ক্লান্ত। এখনো ছুটির আমেজ চলছে।
এমন একটি পোস্টের পর তিনি ভাবতেই পারেননি যে নেটিজেনরা বিষয়টিকে সহজভাবে নেবেন না এবং তিনি ট্রোলড হবেন।
আর এই ট্রোলড হওয়াতেই নেটিজেনদের একহাত নিলেন এই দক্ষিণী সুপারস্টার। কড়া ভাষায় তিনি ট্রোলকারীদের উদ্দেশে লেখেন, আমিই আমার নিয়ম লিখি, তোমরা নিশ্চয়ই আমারটা লিখবে না।
সেই সাথে একটি ব্ল্যাক-ব্যাকড হোয়াইট-রেটারড ছবি পোস্ট করেন যাতে লেখা, বলিষ্ঠ নারী সে-ই, যে তার উদ্দেশ্যর বিষয়ে সঠিক অবস্থানে থাকে। এবং সে যা করে, অন্যরা তা করে না।
সূত্র : মিড-ডে