জাতীয় আর্টিকেল: জনগণকে বাইরে রেখে ২০১৪ সালের মত দেশে আর কোন একতরফা নির্বাচন হতে দেয়া হবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি|।
৫ই জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস পালনে ডিএমপি, সমাবেশের অনুমতি দেবে বলেও আশা প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, ‘সরকার আগামীকালের সমাবেশে বিএনপিকে অনুমতি না দিয়ে ওই স্থানে একটি নাম না জানা সংগঠনকে অনুষ্ঠান করার অনুমতি দিয়ে যে নাটক করেছে, সে নাটকটি আসলে জনগণের সঙ্গে মশকরা করার শামিল।’
তিনি আরও বলেন, ‘তবে আমরা এখনও আশা করবো সরকার সোহরাওয়ার্দী উদ্যানে অথবা বিএনপি’র কেন্দ্রিয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেবে। সমাবেশের কর্মসূচি উপলক্ষ্যে বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।’