টেক আর্টিকেল: ৩১ ডিসেম্বরের পর থেকে হোয়াটসঅ্যাপ বেশ কয়েকটি ফোনে কাজ করা বন্ধ করে দেবে। হোয়াটস অ্যাপের পক্ষ থেকে সেই সব ফোনেল মডেলের নাম উল্লেখ করে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে।
তার মধ্যে আপনার ফোন নেই তো। হোয়াটসঅ্যাপের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ব্ল্যাকবেরি ওএস, ব্ল্যাকবেরি ১০, উইন্ডোস ৮.০, নোকিয়া সিম্বিয়ান এস৬০,নোকিয়া এস৪০ এবং অ্যান্ড্রয়েড ভার্সন ২.৩.৭।
এককথায় বলতে গেলে সে ফোন গুলি সাধারন সিস্টেম বা ওএস (অর্ডিনারি সিস্টেম)–এ চলে সেগুলিতে আর হোয়াটসঅ্যাপ কাজ করবে না। হিসেব মত জুলাই মাসেই এই ফোনগুলিতে হোয়াটস অ্যাপ কাজ করা বন্ধ করে দেবে বলে জানানো হয়েছিল গ্রাহকদের। পরে সেই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়।