বিনোদন আর্টিকেল: টেলিভিশনের পর্দায় বিতর্কিত শব্দ ব্যবহার করায় অভিনেতা সলমন খান এবং অভিনেত্রী শিল্পা শেট্টির বিরুদ্ধে এফআইআর দায়ের করল বাল্মিকি সম্প্রদায়। টেলিভিশনে এক ডান্স রিয়েলিটি শোয়ে সলমন ভাঙ্গি শব্দটি ব্যবহার করেছিলেন। এতে নাকি বাল্মিকি সম্প্পদায়ের সম্মানহানি করা হয়েছে।
শিল্পা শেট্টিও সলমনের সঙ্গে তাল মিলিয়ে শব্দটি ব্যবহার করেছিলেন। ভাঙ্গি শব্দটি সাধারণ শৌচাগার সাফাই কর্মীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সলমন এবং শিল্পা যে ভঙ্গিতে শব্দটি ব্যবহার করেছিলেন তাতে সেই সম্প্রদায়ের সম্মানহানি হয়। তারপরেই বাল্মিকি স্বরাজ অভিযান সংগঠনে জাতীয় সভাপতি কিরণকুমার সোলাঙ্কি এবং অল গুজরাট রুশি সমাজ সেনা সংগঠনের সভাপতি ঈশ্বর সোলাঙ্কি থানায় গিয়ে দুই তারকার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।
তাঁদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছেন সংগঠনের কর্মী সমর্থকরা। ঘটনার প্রেক্ষিতে শনিবার সকাল থেকেই সলমন খানের বাসভবনে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে।